ঢাকা, রবিবার, ৫ মে, ২০২৪

নিউজ পোর্টাল ঢাকা পোস্টের সম্পাদকের নামে মামলার প্রতিবাদে রাজপথে সাংবাদিকরা

সংবাদ প্রকাশের জেরে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের সম্পাদক মহিউদ্দিন সরকার ও গাইবান্ধা প্রতিনিধি রিপন আকন্দের নামে হয়রানিমুলক মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১০ জানুয়ারি) সকালে গাইবান্ধার গানাসাস মার্কেটের সামনে ডিবি রোডে তিনঘণ্টা ব্যাপী এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।


প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি খালেদ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন- প্রেসক্লাব গাইবান্ধার সাধারণ সম্পাদক জাভেদ হোসেন, সাংগঠনিক সম্পাদক রিপন আকন্দ সিনিয়র সহ সভাপতি মিজানুর রহমান রাজু, ৭১ টেলিভিশনের গাইবান্ধা প্রতিনিধি শামীম আল সাম্য, আনন্দ টিভির জেলা প্রতিনিধি মিলন খন্দকার, পলাশবাড়ির রিপোর্টাস ইউনিটির সভাপতি আশরাফুল ইসলাম, পলাশবাড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রতন, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোপাল মহন্ত, ফুলছড়ি প্রেসক্লাবের সহ সভাপতি মেহেদী হাসান বাবু, মোহনা টিভির জেলা প্রতিনিধি রাসেল কবির, রবিন সেন, সময় টিভির বিপ্লব ইসলাম, নয়া শতাব্দীর মাসুম লুমেন, শাহজাহান সিরাজ, লাঁলচান বিশ্বাস সুমন, সালাম আশেকি ও জোবাইদুর রহমান জুয়েলসহ অন্যান্যরা।


উল্লেখ্য, ২০২১-২০২২ অর্থ বছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) নিয়ে ঢাকা পোস্টে একটি নিউজ প্রকাশ হয়। এরপর অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

ads

Our Facebook Page